Sports & Cultural Program; Other Program; Study Tour Picture
INstitute Notice, Board Notice & Other Admission Notice
Admin, Teacher, Staff & Student Login Panel
Online Admission Form.
বাংরাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে মেহেরপুর জেলার ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত। এই জেলার তৎকালীন বৈদ্যনাথতলায় (বর্তমানে মুজিবনগর) প্রবাসী সরকার শপথ গ্রহণ করেন। এই ঐতিহাসিক মেহেরপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মেহেরপুর সরকারি মহিলা কলেজ।
এটি এই অঞ্চলের নারীদের উচ্চশিক্ষার একমাত্র সরকারি প্রতিষ্ঠান। মেহেরপুরের কতিপয় বিদ্যেুাৎসাহী ও সমাজসেবী ব্যক্তি ১৯৮৫ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুধাবন করে সরকার ১৯৯২ সালে এটিকে জাতীয়করণ করেন। সেই থেকে বাংলাদেশ সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় কলেজটি পরিচালিত হয়ে আসছে। মেহেরপুর শহরের কেন্দ্রস্থলে প্রায় দুই একর জায়গার উপর সবুজ, শ্যামল, শান্ত, স্নিগ্ধ ও নিরিবিলি পরিবেশে এর অবস্থান। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি জ্ঞানের মশাল জ্বালিয়ে তার পথ চলছে। সে আলোয় আলোকিত হয়ে এই অবহেলিত জনপদের মেয়েরা ছড়িয়ে পড়ছে দেশ ও বিদেশের নানা প্রান্তে। দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে পালন করে যাচ্ছে সামাজিক ও রাষ্ট্রীয় গুরু দায়িত্ব। বর্তমানে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) শ্রেণিতে এ কলেজে প্রায় ১৮০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। একবিংশ শতাব্দীর শিক্ষাব্যবস্থা ও ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে এই কলেজটি ও গ্রহণ করেছে বিভিন্ন প্রযুক্তিগত উদ্যোগ। তারই ধারাবাহিতায় কলেজে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মাল্টিমিডিয়া প্রজেক্টর সমৃদ্ধ ডিজিটাল শ্রেণিকক্ষে ক্লাস গ্রহণ করা হচ্ছে।
Date | Heading |
Date | Heading |
Date | Heading |